du

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ অক্টোবর দুপুর ১২:০০টায়। চলবে ১৬ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

পাঁচটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করা যাবে। ইউনিটগুলো হলো- বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট। 

২০২০ থেকে ২০২৩ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

এবছর সাধারণ ইউনিটের জন্য ১,০৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। চারুকলা ইউনিটের জন্য আবেদন ফি ১,২৫০ টাকা এবং আইবিএ ইউনিটের জন্য ১,৫০০ টাকা। শিক্ষার্থীরা চারটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখা বা অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

আগামী ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। ধারাবাহিকভাবে ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা  অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ইউনিটে আবেদনের বিস্তারিত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।