ezgif-1f725a2613fdddac

পশ্চিমা গণমাধ্যম ও প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর রাশিয়ার বিধিনিষেধ আরোপের ঘটনা নতুন নয়। গত বছর ভাষা শেখার অ্যাপ ‘ডুওলিঙ্গো’কেও সতর্ক করে রুশ তদারক সংস্থা। এছাড়া গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় রুশ কর্তৃপক্ষ।

‘আপত্তিকর’ ও ‘উগ্রবাদী কনটেন্ট ছড়ানোসহ ‘এলজিবিটি প্রচার’-এর অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক শিশুদের জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ‘রোবলক্স’ বন্ধ করে দিয়েছে রাশিয়া। গত বুধবার দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর এ ঘোষণা দিয়েছে।

রুশ সংস্থাটির অভিযোগ, রোবলক্সে এমন সব আপত্তিকর কনটেন্ট বা বিষয়বস্তু রয়েছে, যা শিশুদের নৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিষিদ্ধ হওয়ার বিষয়ে রোবলক্সের মুখপাত্র বলেন, ‘আমরা যে দেশে কাজ করি, সেখানকার স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা মনে করি, রোবলক্স সবার জন্য শেখার ও সৃজনশীলতার একটি ইতিবাচক জায়গা।’

তিনি আরও দাবি করেন, প্ল্যাটফর্মের ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে তাদের কঠোর ও সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

চলতি বছরের হিসাব অনুযায়ী, রোবলক্সে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল গড়ে ১৫ কোটি ১৫ লাখ। তবে এর আগে তুরস্ক ও ইরাকের মতো দেশগুলোও প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করেছিল। সেখানে প্ল্যাটফর্মটি ব্যবহার করে শিশুদের ওপর যৌন হয়রানি বা অপব্যবহারের আশঙ্কার কথা বলা হয়েছিল।

পশ্চিমা গণমাধ্যম ও প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর রাশিয়ার বিধিনিষেধ আরোপের ঘটনা নতুন নয়। গত বছর ভাষা শেখার অ্যাপ ‘ডুওলিঙ্গো’কেও সতর্ক করেছিল রুশ তদারক সংস্থা। এরপর অ্যাপটি থেকে এলজিবিটি সংক্রান্ত রেফারেন্স মুছে ফেলা হয়।

২০২৩ সালে রাশিয়া ‘আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলন’কে উগ্রবাদী হিসেবে ঘোষণা করে। এর ফলে সমকামী ও ট্রান্সজেন্ডার বা তাদের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হয়।

এ ছাড়া গত আগস্টে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের কিছু কলের ওপর বিধিনিষেধ আরোপ শুরু করে রাশিয়া। মেটার মালিকানাধীন এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও জালিয়াতি দমনে তথ্য না দেওয়ার অভিযোগ আনা হয়। গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে রুশ কর্তৃপক্ষ।