জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, আটক শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী অনৈতিকভাবে মোবাইল ও চ্যাটজিপিটি ব্যবহার করছিলেন। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তাকে আটক করা হয়েছে। এ ধরনের অপরাধ দণ্ডনীয়।’

ju (1)

মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে এআই টুল চ্যাটজিপিটির সহায়তা নিয়ে প্রশ্নের সমাধান করে সেই উত্তর দেখে পূরণ করছিলেন ওএমআর শিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় এমনই এক অভিনব উপায়ে নকল করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন এক শিক্ষার্থী।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের (‘বি’ ইউনিট) দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে জহির রায়হান মিলনায়তন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহিন। তিনি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার বাসিন্দা। পরীক্ষার হলে তিনি গোপনে স্মার্টফোন নিয়ে প্রবেশ করেন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তিনি মোবাইলে ছবি তুলে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর সংগ্রহ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি দ্রুত প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী অনৈতিকভাবে মোবাইল ও চ্যাটজিপিটি ব্যবহার করছিলেন। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তাকে আটক করা হয়েছে। এ ধরনের অপরাধ দণ্ডনীয়।’

তিনি আরও জানান, আটক পরীক্ষার্থীর বিষয়ে সুপারিশমালা প্রস্তুত করে সংশ্লিষ্ট ডিনের কাছে পাঠানো হচ্ছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসনকে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ক্যাম্পাসে মোবাইল কোর্ট পরিচালনার আশ্বাস দিয়েছেন।