নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর
নতুন দুই ছানাকে মুহূর্তেই আপন করে নেয় মা কুকুরটি।
নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর
নতুন দুই ছানাকে মুহূর্তেই আপন করে নেয় মা কুকুরটি।
পাবনার ঈশ্বরদীতে ৮টি ছানা হারানো মা কুকুরটি গত কয়েকদিন ধরে তার ছানাদের খোঁজে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছিল। অবলা এই প্রাণী বুঝতেই পারছিল না, তার বাচ্চাগুলো আর বেঁচে নেই।
অবশেষে মা কুকুরটির কষ্ট লাঘবে এগিয়ে আসে ওই এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশ্বরদীয়ান’। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে সংগঠনের পরিচালক শাহরিয়ার অমিত তার নিজের পোষা কুকুরের সাতটি ছানার মধ্য থেকে দুটি ছানা এনে দেন সন্তানহারা কুকুরটির কাছে।
নতুন দুটি ছানাকে মুহূর্তেই আপন করে নেয় মা কুকুরটি। এখন ছানা দুটি তার দুধ পান করছে, আর মা কুকুরটিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।
শাহরিয়ার অমিত বলেন, “মা কুকুরটি সন্তান হারিয়ে প্রচণ্ড কষ্টে ছিল। স্তনে দুধ জমে ব্যথা হচ্ছিল। ইউএনও পরামর্শ দিলে আমার কুকুরের দুটি ছানা ওর কাছে দিই। ছানাদের গায়ে দুধ মাখিয়ে দিলে গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে আগলে নেয়।”

ছবি: এ জে সুজন
বুধবার (৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ছানা দুটি মা কুকুরটির কাছে হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হন। এলাকাবাসী জানায়, মা কুকুরটি নতুন ছানাগুলোকে আগের আট সন্তানের মতোই স্নেহময়ভাবে আগলে রাখছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “আমরা টমকে আবারও জীবন ফিরিয়ে দিতে পেরেছি মনে হচ্ছে। কয়েকদিন ধরে সন্তানহারা কুকুরটির আর্তনাদ আমাদের সবার মন ভারী করে রেখেছিল।”
এর আগে, গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বস্তাবন্দী করে আটটি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৩ দোসেম্বর) প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে ঈশ্বরদীতে নতুন ভাড়া বাসা থেকে নিশি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।