বস্তাবন্দি করে ৮ কুকুরছানা হত্যা: সরকারি নির্দেশে বাসা ছাড়ল অভিযুক্ত দম্পতি

নির্মম এই ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ ডিসেম্বর রাতেই অভিযুক্ত কর্মকর্তা ও তার স্ত্রীকে আবাসিক ভবন ছাড়ার নোটিশ দেওয়া হয়। নির্দেশনা মেনে মঙ্গলবার তারা বাসা খালি করে দিয়েছেন।

3 DEC WEB
মৃত কুকুরছানা। ছবি: এ. জে. সুজন

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় প্রশাসনের নির্দেশে সরকারি বাসা ছাড়ল অভিযুক্ত কর্মকর্তা দম্পতি।

উপজেলা প্রশাসনের নির্দেশে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি খাতুন উপজেলা পরিষদের আবাসিক ভবন ছেড়ে দেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মম এই ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ ডিসেম্বর রাতেই অভিযুক্ত কর্মকর্তা ও তার স্ত্রীকে আবাসিক ভবন ছাড়ার নোটিশ দেওয়া হয়। নির্দেশনা মেনে মঙ্গলবার তারা বাসা খালি করে দিয়েছেন।

এর আগে গতকাল সোমবার (১ ডিসেম্বর) উপজেলা পরিষদের আবাসিক ভবনে বসবাসরত নিশি বেগমের বিরুদ্ধে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে হত্যার অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় বস্তাবন্দি মৃত কুকুরছানাগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও প্রাণীপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা জড়িতদের শাস্তির দাবি জানান।

এদিকে বাসা ছাড়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর ঢাকার ‘অ্যানিমেল ওয়েলফেয়ার’ নামের একটি প্রাণী সুরক্ষা সংগঠনের প্রতিনিধি দল ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়েছেন। তারা ইউএনওর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানাবেন।