1 Jan WEB
ছবি: মেহেদি হাসান/টিবিএস

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীতে আতশবাজি ও পটকা ফাটিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেয় ঢাকাবাসী।

আগের বছরগুলোর মতো এবারও ইংরেজি নববর্ষ ও ৩১ ডিসেম্বরের রাতকে কেন্দ্র করে রাজধানীতে আতশবাজি ও পটকা ফাটানো এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। তবে এ বছরের নিষেধাজ্ঞা ছিল অন্যান্য বছরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ছবি: মেহেদি হাসান/টিবিএস

শোককালীন সময়ে আতশবাজি ও পটকা ফাটানো কিংবা ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর মতো সব ধরনের উদযাপন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেই নিষেধাজ্ঞা ব্যাপকভাবে উপেক্ষিত হতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশে আতশবাজির ঝলকানি দেখা গেছে এবং গভীর রাত পর্যন্ত পটকার শব্দ শোনা গেছে।মধ্যরাতের আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় পটকা ফাটানো শুরু হয়, যা রাত ১২টার দিকে আরও তীব্র হয়েছিল। বেশ কয়েকটি আবাসিক এলাকায় উচ্চ শব্দে গান-বাজনা ও উচ্ছ্বাসের ধ্বনি শোনা যায়। এ অবস্থা রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত অব্যাহত ছিল।

ছবি: মেহেদি হাসান/টিবিএস

তবে আগের বছরগুলোর তুলনায় এ বছর আকাশে ফানুসের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে। রাতের আকাশে হাতে গোনা কয়েকটি ফানুস উড়তে দেখা যায়।

এর আগে সরকার ঘোষণা দেয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর পর বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (১–২ জানুয়ারি) পর্যন্ত সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।