28 NOV WEB
আমির হামজার (ডানে) তোলা নামাজের ছবি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে ‘বাংলাদেশের শিল্প–সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২৫ সালের সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি নামাজের ছবি।

ছবিটি তোলা হয়েছে নিউইয়র্কের ব্রঙ্কসের জামে মসজিদের বাইরে নিউইয়র্ক পুলিশ বিভাগ-এনওয়াইপিডির অফিসার দিদারুল ইসলামের জানাজা থেকে। শোকাহত পরিবার, বিপুলসংখ্যক মুসল্লি এবং ইউনিফর্ম পরিহিত অসংখ্য পুলিশ সদস্য এমন আবেগঘন ছবিটি ক্যামেরা বন্দী করেন আমির হামজা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে ‘বাংলাদেশের শিল্প–সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে। 

আমির হামজার তোলা নামাজের ছবি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিবৃতিতে বলা হয়, এই স্বীকৃতি আমির হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ। পাশাপাশি এটি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সম্পর্ক ও গর্বকে আরও দৃঢ় করে।

আমির হামজাকে অভিনন্দন জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আসল, বাংলাদেশের আলোকচিত্রীদের এই অর্জন একটি বড় উদাহরণ সৃষ্টি করল। আমি হামজাকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করি।’

নিজের এই অর্জন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হামজা। তিনি লেখেন, “আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি যুক্ত হয়েছে টাইম ম্যাগাজিনের সর্বশেষ ১০০ ছবির তালিকায়।”