চলতি অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত; আবেদন শুরু ১৪ জানুয়ারি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনে কোনো দপ্তরে নেওয়া হবে না।

education_ministry_1

চলতি ২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন করা যাবে ১৪ জানুয়ারি থেকে, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির এই আবেদন করা যাবে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনে কোনো দপ্তরে নেওয়া হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো হার্ডকপি আবেদন গ্রহণযোগ্য হবে না।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়াধীন তিনটি অধিদপ্তরের অধীনে ৩২ হাজারের মতো সাধারণ স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা এমপিওভুক্ত রয়েছে। এতে কর্মরত সাড়ে পাঁচ লাখের মতো শিক্ষক-কর্মচারী প্রতিমাসে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পান, যার অফিসিয়াল নাম মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।