ফ্যান্টম প্রেগন্যান্সি: উন্নত খাবারের লোভে গর্ভবতী হওয়ার নাটক!

আমেরিকার সংবাদমাধ্যম এবিসি নিউজ এক অদ্ভুত ও মজার ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে। চীনের একটি পান্ডা গবেষণা কেন্দ্রে অনেকটা সিনেমার গল্পের মতোই এক নাটকীয় কাণ্ড ঘটিয়েছে ‘আই হিন’ নামের একটি ৬ বছর বয়সী জায়ান্ট পান্ডা।

panda
ছবিঃ সংগৃহীত

জুকিপারদের দাবি, আই হিন কেবল বেশি আদর-যত্ন আর উন্নত খাবার পাওয়ার জন্য অন্তঃসত্ত্বা হওয়ার ভান করেছিল।

চীনের ‘চেংদু রিসার্চ বেস অফ জায়ান্ট পান্ডা ব্রিডিং’-এর কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসে আই হিনের শরীরে গর্ভাবস্থার লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু দুই মাস পর্যবেক্ষণের পর দেখা যায় সে আসলে অন্তঃসত্ত্বা নয়। বিশেষজ্ঞরা একে ‘ফ্যান্টম প্রেগন্যান্সি’ বা ছদ্ম-গর্ভাবস্থা বলে অভিহিত করেছেন, যা মূলত হরমোনের পরিবর্তনের কারণে ঘটে থাকে। তবে কিছু ‘চতুর’ পান্ডা রাজকীয় সুযোগ-সুবিধা পাওয়ার জন্য এই লক্ষণগুলোকে দীর্ঘ সময় ধরে অভিনয়ের মাধ্যমে চালিয়ে যায়।

পান্ডা বিশেষজ্ঞ উ কংজু জানিয়েছেন যে, কোনো পান্ডা অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ দেখালে তাকে সাধারণ খাঁচা থেকে সরিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বিশেষ কক্ষে রাখা হয় এবং চব্বিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এছাড়া তাদের সাধারণ খাবারের তুলনায় বেশি পরিমাণে ফলমূল, বিশেষ বান এবং বাঁশ খেতে দেওয়া হয়। মূলত এই রাজকীয় আতিথেয়তা এবং জীবনযাত্রার মান বাড়ানোর লোভেই কিছু পান্ডা নিজেদের বুদ্ধিমত্তাকে এই নেতিবাচক পথে ব্যবহার করে।

আই হিনের এই মিথ্যা গর্ভাবস্থার কারণে কর্তৃপক্ষ তার সন্তান প্রসবের পূর্বপরিকল্পিত সরাসরি সম্প্রচার বা লাইভ ব্রডকাস্ট বাতিল করতে বাধ্য হয়েছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেমফিস চিড়িয়াখানার পরিচালক ম্যাট থম্পসন বলেন, পান্ডা বা ভাল্লুকদের ক্ষেত্রে তারা আসলে অন্তঃসত্ত্বা কি না তা নিশ্চিতভাবে বোঝা বেশ কঠিন। তাই লক্ষণ দেখা দিলেই তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন এবং যত্ন নেওয়া শুরু করেন, যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে।